রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

অভিনব কায়দায় দরপত্র চুরি

চেয়ারম্যানের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুর হাট-বাজারের দরপত্র চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মোজাহাইদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। জানা যায়, শাজাহানপুর উপজেলার ২২টি হাট-বাজারের অনুকূলে গত ১২ ফেব্রুয়ারি ইজারা দরপত্র আহ্বান করা হয়। ২ মার্চ দুপুর ২টা পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময় এবং বেলা ৩টায় দরপত্র খোলার সময় নির্ধারণ করা ছিল। যথাসময়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইজারা কমিটির উপস্থিতিতে দরপত্রের বাক্স খোলা হয়। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে বিকাল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান একটি দরপত্র কৌশলে চুরি করে নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হক জুয়েলের হাতে দেন। জিয়াউল হক জুয়েল ওই দরপত্র নিয়ে সটকে পড়েন। এমন ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। প্রায় ৩০ মিনিট পর ওই দরপত্র আবার ফেরত দেওয়া হয়। শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সরকারি অফিসের গোপন নথি সরানো ও প্রতারণার মাধ্যমে চুরি করে নেওয়ার অভিযোগে সিকিউরিটি অ্যাক্ট আইনে মামলা করা হয়েছে। এজাহারের পূর্ণ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর