সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে ধান চাষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আধুনিক প্রযুক্তি সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু হয়েছে। এ পদ্ধতির মাধ্যমে বীজতলা থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত কৃষক যন্ত্র ব্যবহার করবেন। এতে ধান চাষে খরচ কম হওয়ায় কৃষকরা অধিক লাভবান হবেন বলে মনে করছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, গোমস্তাপুরে সমলয় পদ্ধতির মাধ্যমে ধান চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রহনপুর ইউনিয়নের ষাড়বুরুজ এলাকার কৃষক তোফাজ্জুল হোসেন বলেন, আগে এক বিঘা জমির ধান ঘরে তুলতে চাষাবাদ বাবদ ১৩-১৪ হাজার টাকা খরচ হতো। সমলয় পদ্ধতিতে একই পরিমাণ জমিতে ৬-৭ হাজার টাকা খরচ কমে যাবে। তিনি এবার সমলয় পদ্ধতিতে পাঁচ বিঘা বোরো ধান রোপণ করছেন। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার জানান, আধুনিক কৃষির সময়োপযোগী প্রযুক্তি হচ্ছে সমলয় পদ্ধতি। এ পদ্ধতিতে বীজতলা থেকে ফসল কাটা সবই একযোগে করা হবে এবং এতে উৎপাদন খরচ অনেক কম হবে। পরীক্ষামূলকভাবে এ পদ্ধতির মাধ্যমে রহনপুর ইউনিয়নের ষাড়বুরুজ এলাকায় প্রায় ৫০ একর জমিতে ধান রোপণ শুরু হয়েছে বলেও জানান তিনি। তানভির আহমেদ বলেন, অপচয় রোধে প্রচলিত চাষাবাদের রীতি বাদ দিয়ে প্লাস্টিকের ট্রেতে লাগানো হয়েছে ধানের বীজ। এ বীজ থেকে চারা উৎপাদন হবে ২০-২৫ দিনের মধ্যে। এরপর রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হবে।

সর্বশেষ খবর