শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

উপহারের ঘর পেয়েও গৃহহীন

মেহেরপুর প্রতিনিধি

জমির কাগজপত্র ও মামলার কারণে মেহেরপুরের গাংনীতে ৬২ পরিবার মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েও তারা ঘরের মালিক হতে পারেননি। পরিবারগুলোর অভিযোগ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ২০টি ঘর আদালতের নিষেধাজ্ঞার কারণে আজও বুঝিয়ে দেওয়া হয়নি। নির্মাণ করার পর ঘরগুলোতে কেউ বাস না করায় স্থানীয় মাদকসেবীদের আড্ডাখানা ও চোর ডাকাতের আবাসস্থল হিসেবে পরিণত হয়েছে। এ ছাড়া ৪২ পরিবারকে ১ম ও ২য় পর্যায়ের ঘর বুঝিয়ে দিলেও কবুলিয়তনামা ও নামজারির কাগজপত্র দেওয়া হয়নি। এ কারণে তারা ঝুঁকিতে বসবাস করছে। উপজেলা প্রশাসন বলছে, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি সুরাহা না হলে তাদের কিছুই করার নেই। কবুলতনামা ও নামজারির কাগজ শিগগিরই দেওয়া হবে। ভূমি অফিস সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ১৭ জন এবং ষোলটাকা ইউপির কাষ্টদহ গ্রামের তিনটি পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হয়। কাষ্টদহ গ্রামের তিনটি ঘর নির্মাণ আশি ভাগ শেষ হওয়ার সময় স্থানীয় এক প্রভাবশালী আদালতে একটি মামলা করে।

ও মোহাম্মদপুর গ্রামের ১৭টি ঘর নির্মাণ কাজ সমাপ্তির পর  আবুল মেলেটারী জমি তার নিজের বলে দাবি করে আদালতে একটি মামলা করেন। আদালত মামলায় স্থগিতাদেশ দিলে নির্মাণকৃত ঘর গৃহহীনদের কাছে হস্তান্তর করতে পারেনি। মোহাম্মদপুর গ্রামের সুজন ও তার স্ত্রী বিউটি জানান, তাদের নামে ঘর বরাদ্দ দেওয়া হলেও তারা ঘরে উঠতে পারেননি। মামলা ছাড়াও ঘরের কোন কাগজপত্র দেয়া হয়নি। ভুতুড়ে অন্ধকার জায়গা।  মাসুদ ও তার স্ত্রী নুরজাহান জানান গ্রামের প্রভাবশালী আবুল মেলেটারি সেখানে না যাওয়ার জন্য শাসিয়ে দিয়েছে। মামলার বাদী আবুল হোসেন মেলেটারি জানান, তিনি ওই জমি লিজ নিয়েছেন সরকারের কাছ থেকে। এ জমিতে ভূমি অফিস অবৈধভাবে ঘর নির্মাণ করায় আদালতে মামলা করা হয়। আদালত স্থগিতাদেশ দেন। বরাদ্দপ্রাপ্ত কোনো পরিবারকে হুমকি ধমকি দেওয়া হয়নি। সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম জানান, মোহাম্মদপুর এলাকাতে ৫৯২০ নং দাগের জমি নিয়ে কোনো মামলার বিষয় কারও জানা ছিল না। গৃহ নির্মানের পর আবুল মেলেটারি নামের একজন আদালতের নিষেধাজ্ঞা নিয়ে আসায় ঘরগুলো মালিককে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুন জানান, মামলা জটিলতায় গৃহ হস্তানতর পক্রিয়া আঁটকে গেছে। আদালত বিষয়টি নিষ্পত্তি না করা পর্যন্ত উপজেলা প্রশাসনের কিছুই করার নে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর