মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আগুনে বন পুড়ে ছাই! তদন্তে কমিটি গঠন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

আগুনে বন পুড়ে ছাই! তদন্তে কমিটি গঠন

মৌলভীবাজারের বড়লেখায় ১ হাজার ৮৫০ হেক্টর সংরক্ষিত বনের ৪০ হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত আট দিন ধরে ওই উপজেলার পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের সমনভাগ বনের ধলছড়ি ও মাকাল জোরা এলাকায় আগুন জ্বলছে। আগুনে পুড়ে গেছে প্রাকৃতিকভাবে জন্মানো বনের কয়েক হাজার গাছ ও লতাগুল্ম। এতে নষ্ট হয়েছে প্রাণীদের খাবার ও বাসস্থান। আগুনের তাপে ঝলছে গেছে বনের বড় গাছপালা। প্রতিবেশ ও প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক গবেষক পাভেল পার্থ বলেন, পাথারিয়া বনে আগুন দেওয়াটা খুবই বিপজ্জনক। কারণ এ বনে অনেক পত্রঝরা উদ্ভিদ আছে। বসন্তকালে গাছ থেকে বনতলে যে পাতা ঝরে পড়ে তাতে মাটি হিউমাচ সমৃদ্ধ হয়। এটা ব্যাঙ, পাখিসহ সরীসৃপ জাতীয় প্রাণীর খাবার। বনে আগুন দিলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে। তখন পতঙ্গ, অনুজীব, সরীসৃপ, উভচর, পাখি যারা বনের নিচু স্তরে থাকে তাদের অনেক বেশি খাদ্য সংকট দেখা দিবে। এ ছাড়া আগামী বছরে এই জায়গায় নতুন চারা গজাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। স্থানীয়রা জানান, আগুন নেভানোর জন্য বন বিভাগকে জানালে তারা কোনো পদক্ষেপ নেয়নি। আর বন বিভাগ বলছে, এটি বড় কোনো বিষয় না। জানা যায়, সমনভাগ বনাঞ্চলটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের মিলে চিরসবুজ একটি বন। এটি উদ্ভিদ ও প্রাণীবৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের মধ্যে সংরক্ষিত বনাঞ্চলের মধ্য অন্যতম একটি বন। এ বনাঞ্চলে প্রায় ৬০৩ প্রজাতির উদ্ভিদ এবং উভচর সরীসৃপ রয়েছে। পাখি ও স্তন্যপায়ী প্রাণী রয়েছে ২০৯। এর মধ্যে ২০ প্রজাতির উভচর, ৪৫ প্রজাতির সরীসৃপ, ১১৩ প্রজাতির পাখি ও ৩১ প্রজাতির স্তন্যপায়ীসহ অসংখ্য বিরল ও বিপন্ন প্রাণীর আবাস ও প্রজননক্ষেত্র। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক সিলেট বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বড়লেখার সমরভাগ এলাকার উত্তর পাশেই জুড়ির লাঠিটিলা বন। এ বনে শুধু বন্য প্রাণীরাই নয় হাতিও আছে। বনে আগুন লাগাটা প্রাণীর জন্য ক্ষতি। তদের বাসা ও খাবার পুরে নষ্ট হয়ে যায়।

আগুনের তাপে প্রাণীরা ছুটাছুটি করে। গত শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, ধলছড়ি ও মাকাল জোরায় বনের ছাই পড়ে আছে।  কিছু অংশে জ্বলছে আগুন। বনের অন্য পাশে কাটা হচ্ছে বাঁশ। স্থানীয় কামাল আহমদ বলেন, এক সপ্তাহ আগে বনে আগুন দেখতে পাই। পরে বিষয়টি বন বিভাগকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

সর্বশেষ খবর