শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সারা দেশে বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য উদযাপন

প্রতিদিন ডেস্ক

সারা দেশে বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য উদযাপন

১. বগুড়ায় কেক কাটেন অতিথিরা ২. দিনাজপুরে আলোচনা সভা

‘নিজস্ব স্বকীয়তা ও যোগ্যতার কারণে বাংলাদেশ প্রতিদিন দেশের সর্বাধিক প্রচারিত একটি পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’ দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৪ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল ফুলেল শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : দুপুরে বগুড়া শহরের ম্যাক্স মোটেলে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। আবদুর রহমান টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল রাজি জুয়েল, নারী সংগঠক রুমানা আজিজ রিংকি, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সাংবাদিক মহসীন আলী রাজু। দিনাজপুর : দুপুরে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা রিজভী জাহান জ্যোতি, ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন, শিক্ষক ফজলুর রহমান, দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস পদক জয়ী দিনাজপুরের ৯ জন খেলোয়াড়। দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি সরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাংবাদিক সুব্রত মজুমদার ডলার, চিত্ত ঘোষ, গোলাম নবী দুলাল, ফজলুর রহমান, রিজভী জাহান জ্যেতি, মোসাদ্দেক হোসেন, ইমদাদুল হক প্রমুখ। নওগাঁ : সকালে নওগাঁ শহরের আশার আলো অটিস্ট্রিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সাংবাদিক বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ইকবাল হাসান, সাংবাদিক সদস্য নবীর উদ্দিন এবং এস এম ছামসুল আলম, প্রধান শিক্ষক ওসিম উদ্দিন, নারী উদ্যোক্তা আছমা আক্তার, সমাজসেবক গিয়াস উদ্দিন, সাংবাদিক ওমর ফারুক, মোয়াজ্জেম হোসেন, মাসুদ রানা, রাসেল রানা প্রমুখ। কুড়িগ্রাম : প্রেস ক্লাবে দুপুরে কেককাটা, আলোচনা ও র‌্যালি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। আবদুল খালেক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা, সফি খান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অলক সরকার, হাসিবুর রহমান হাসিব,  খন্দকার একরামুল হক সম্রাট প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবির সূর্য।

গাইবান্ধা : দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিবিআই গাইবান্ধার পুলিশ সুপার এ আর এম আলিফ। গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি শামীম আল সাম্যর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজা, প্রবীণ নাট্যব্যক্তিত্ব আমিনুল ইসলাম খোকন, কবি সরোজ দেব, প্রমতোষ সাহা প্রমুখ। লালমনিরহাট : দুপুরে এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। রেজাউল করিম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, কবি ফেরদৌসী বেগম বিউটি, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খান সুমন, বিএনপি নেতা আফজাল হোসেন, জাপা নেতা মাহাতাব উদ্দিন, সদর থানা ওসি এরশাদুল আলম। ঠাকুরগাঁও : সকালে সদর উপজেলার শিবগঞ্জ জামিয়া আরবিয়া নূরে মদিনা কওমি মাদরাসা ও এতিমখানায় এতিম শিশুদের নিয়ে কেক কেটে দিনটি উৎযাপন করা হয়। উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক নাহিদ রেজাসহ মাদরাসার শিক্ষকরা। নীলফামারী : দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ। সাংবাদিক আবু মুসা মাহামুদুল হকের সভাপত্বিতে বক্তৃতা করেন আহসান রহিম মঞ্জিল, মৃণাল কান্তি রায়, সাংবাদিক আলফারুক উজ্জ্বল, গোলাম রব্বানী ডলার, মিজানুর রহমান, আবদুর রশিদ শাহ, হামিদি বাবু, ইব্রাহিম সুজন, আবদুল বারী প্রমুখ।

সর্বশেষ খবর