শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পাঁচ ইউপির চারটিতে নৌকা ও হাতপাখা একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে নৌকা, দুটিতে হাতপাখা। এ ছাড়া একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ। নির্বাচিতরা হলেন বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের হুমায়ুন কবির। ধানখালী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মো. টিনু মৃধা। চম্পাপুর ইউনিয়ন থেকে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম। ডালবুগঞ্জ ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হেদায়েতউল্লাহ হাতপাখা প্রতীক। মিঠাগঞ্জ ইউনিয়ন থেকে হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনেনানীত প্রার্থী মেজবাহউদ্দিন খান নির্বাচিত হয়েছেন। জানা গেছে, এ উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নে ৫৭ হাজার ৩৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া ১৪১ জন সাধারণ সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ জানান, কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। কলাপাড়া থানার ওসি  মো. জসিম জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রতিটা ইউনিয়নে বাড়তি নজরদারি রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর