বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরিফ বিতরণ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরিফ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আনোয়ারুল ইসলাম অডিটোরিয়ামে গতকাল শিক্ষার্থীদের মধ্যে বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ছাত্র-ছাত্রীর হাতে পবিত্র কোরআন তুলে দেন অতিথিরা। এর মধ্যে ছিল আটটি কলেজ, ১০টি মাদরাসা এবং ২১ হাইস্কুলের শিক্ষার্থী। কোরআন বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম ময়মুন কবির, কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, শাহ রাহাত আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সমীর আহমেদ, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশাররফ হোসেন, সিনিয়র কর্মকর্তা আমির হোসেন আনোয়ার। প্রধান অতিথি বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ট মহাগ্রন্থ আল কোরআন। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কোরআন পাঠ করে এবং এর দিকনির্দেশনা মেনে জীবন গড়ে তুলতে হবে। মার্চ মাস আমাদের বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। দেশের সুরক্ষার দায়িত্ব তোমাদেরই নিতে হবে। ময়নাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা কাজ করে দেশ ও মানুষের কল্যাণে। করোনাভাইরাসের সময় উত্তরবঙ্গের ১৬ জেলার খেটে খাওয়া ও কর্মহীন মানুষের মধ্যে মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা। শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে। বাঞ্ছারামপুরে ফ্রি ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাপত্রসহ ওষুধ বিতরণ, ৯৮টি দ্বীনি প্রতিষ্ঠানে ইয়াতিম দুস্থদের খাদ্য সহায়তা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাসিক শিক্ষাবৃত্তসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সহযোগিতা করে আসছে বসুন্ধরা গ্রুপ।

সর্বশেষ খবর