শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মিষ্টির দোকানে চাঁদাবাজি, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলার বাঁকাই বাজারে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টাকালে মাদারীপুরের পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী বাদী হয়ে ওই পাঁচ যুবকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন। ওই মামলায় তাদের গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন। তারা হলেন আব্বাস হাওলাদার (৪২), নাসির উদ্দিন তালুকদার (৩৯), এমদাদুল হক শেখ (৪০), আল মামুন (৪২) ও লিখন মুন্সি (২৬)। গ্রেফতারকৃতরা সবাই মাদারীপুর জেলার বাসিন্দা। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকালে ওই পাঁচ ব্যক্তি বাঁকাই বাজারের নাহিদ হাসানের মিষ্টির দোকানে গিয়ে ছবি তুলতে থাকে। দোকান নোংরা-অপরিচ্ছন্ন অভিযোগ তুলে এ বিষয়ে সংবাদ প্রকাশের হুমকি দেন দোকানিকে। একই বাজারের মিলন বাড়ৈ ও মো. তাকিফের দোকানেও চাঁদাবাজরা ছবি তুলে নোংরা-অপরিচ্ছন্ন অজুহাতে চাঁদা দাবি করেন।

খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই বাজারের মিষ্টি ব্যবসায়ী নাহিদ হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি মো. আফজাল হোসেন নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর