শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

১৭ ডাকাত গ্রেফতার ট্রাক ও অস্ত্র উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় দুটি ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে ডাকাতির মালামালসহ একটি ট্রাক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। নওগাঁ পুলিশ সুপার রাশিদুল হক গতকাল তার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তারা হলেন- শাজির উদ্দিন, জিয়া, শাহজাহান, মেহেদী, ইউসুফ, বাচ্চু, বদিউজ্জামান তোতা, হাফিজুর রহমান, মোশারফ, সাদেকুল, শাহিন আলম, মাহফুজ, রাজু, রতন, শরীফ, সোহাগ ও আবদুল মজিদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২২ মার্চ রাতে শহরের বাইপাস সড়কের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাত দল একটি চালবোঝাই ট্রাক থামায়। চালক ও হেলপারের হাত-পা মুখ বেঁধে ট্রাকসহ ৪০০ বস্তা আতপ চাল নিয়ে যায়। পরদিন ভোরে স্থানীয়দের সহায়তায় হাত-পায়ের বাঁধন খুলতে সক্ষম হলে তারা বিয়য়টি পুলিশকে জানান। একই রাতে পোরশা উপজেলার তাইতর মোড় নামক স্থানে দুষ্কৃতকারীরা একটি মোটরসাইকলে আটকিয়ে আরোহী মিলনের কাছ থেকে একটি স্যামসং মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় সেখানে একটি মাইক্রো আসে। দুর্বৃত্তরা মাইক্রো যাত্রী রাফিয়া জান্নাতের কাছ থেকে ২২ হাজার স্বর্ণের গহনা ও অপর যাত্রী আমেনার নগদ ১৪ হাজার টাক ছিনিয়ে নেয়।

সর্বশেষ খবর