রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কীটনাশক প্রয়োগে ৭ বিঘার তামাক নষ্ট

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কীটনাশক প্রয়োগ করে চার কৃষকের ৭ বিঘা জমির তামাক পাতা পুড়ে নষ্ট হয়ে গেছে। হরিণাকুন্ডু উপজেলার শাখারিদহ বাজারের মেসার্স শামীম এন্টারপ্রাইজ থেকে একই উপজেলার বাসুদেবপুর গ্রামের ছালাম লস্কর, শামীম, জনি ও আল-আমীন নামের চার কৃষক জাবপোকা মারার জন্য ঝিনাইদহ বিসিক শিল্প নগরীতে অবস্থিত মিমপ্রেক্স এগ্রো কেমিক্যাল কোম্পানির তরল প্যানেল ওষুধ কিনে জমিতে প্রয়োগ করার পর ৭ বিঘা জমির তামাক পাতা পুড়ে নষ্ট হয়ে যায়। ভুক্তভোগী কৃষক ছালাম লস্কর জানান, সাড়ে ৩ বিঘা জমিতে মেসার্স শামীম এন্টারপ্রাইজ থেকে মিমপ্রেক্স  কোম্পানির তরল প্যানেল ওষুধ নিয়ে তামাক খেতে ¯েপ্র করার পর দিন থেকে একে একে গাছের পাতা পুড়তে থাকে। ৬-৭ দিনের মাথায় সম্পূর্ণ নষ্ট হয়ে পচে যায়। ভুক্তভোগী কৃষকরা জেলা প্রশাসক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরসহ সংশ্লিষ্ট ঊর্ধŸতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ খবর