রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাঁশের সাঁকোতে পারাপার

লালমনিরহাট প্রতিনিধি

বাঁশের সাঁকোতে পারাপার

লালমনিরহাটের আদিতমারীর ১৫টি গ্রামের মানুষের নদী পারাপারে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এ অঞ্চলের বাসিন্দারা। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন তারা। জানা যায়, আদিতমারীর সতি নদী পার হয়ে প্রতিদিন চলাচল করছেন চন্দনপাট, পাবনাপাড়া, বামনেরবাসা, বেলতলি, বুড়িরদীঘি, কমলাবাড়ি, বড় কমলাবাড়ি, চরিতাবাড়ি, নিথক, শিয়ালখোওয়া, চাকলারহাটসহ ১৫ গ্রামের মানুষ। কমলাবাড়ি ও চলবলা ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত সতি নদীতে সেতু না থাকায় প্রতিদিন সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয় তাদের। কৃষকের উৎপাদিত ফসল নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। বর্ষা মৌসুমে এই ভোগান্তি চরম আকার ধারণ করে। প্রায় ১৫০ মিটার প্রশস্ত সতি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এলাকাবাসী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের জোয়ার চলছে। অথচ এখানে তেমন উন্নয়ন হয়নি। এক দশক আগে গ্রামের মধ্যে কিছু রাস্তা পাকা হলেও সেতুর দাবি অপূর্ণই রয়ে গেছে। সেতুর দাবি নিয়ে বিভিন্ন স্থানে ধরনা দিয়ে না পেয়ে এলাকাবাসী হতাশ। ওই ১৫ গ্রামে রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় আড়াই হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। অনেক সময় ভাঙা সেতু থেকে পড়ে বইখাতা, পরিধানের পোশাক ভিজে যায়। এ ছাড়া এলাকায় রয়েছে বড় দুটি সাপ্তাহিক হাট। স্থানীয়রা জানান, এখানে সেতু হলে ১৫-১৬ গ্রামের মানুষের যোগাযোগের পথ সুগম হবে। ওই এলাকার বাসিন্দা সহকারী অধ্যাপক আবুল কালাম বলেন, সেতু না থাকায় শিক্ষার্থীরা ঠিকভাবে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে না। কয়েকবার সেতুর জন্য মাপ নেওয়া হলেও পরবর্তীতে আর কাজের অগ্রগতি হয়নি। স্থানীয় কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি বলেন, এই অঞ্চলের মানুষের দাবি হচ্ছে কমলাবাড়ি ও চলবলাকে বিচ্ছিন্ন করে রাখা সতি নদীর ওপর সেতু নির্মাণ। তিনিসহ আগের চেয়ারম্যান এ ব্যাপারে উদ্যোগ নিলেও অগ্রগতি হয়নি।

সংশ্লিষ্ট উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে এখানে একটি সেতু নির্মাণের দাবি মাহমুদ ওমর। আদিতমারীর প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন, সতি নদীতে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছি। সমাজকল্যাণ মন্ত্রী এ ব্যাপারে খুব আন্তরিক। আশা করি দ্রুতই এলাকাবাসীর দাবি পূরণ হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর