সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লায় সালিশে সংঘর্ষ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সালিশে সংঘর্ষ

কুমিল্লার তিতাসে স্কুলের জায়গা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে একটি পক্ষ আরেকটি পক্ষের বাড়িঘরে হামলা চালাচ্ছে। এ সময় ঘরবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। আরেকটি পক্ষ তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর পূর্বে তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য চারতলা ফাউন্ডেশনের একটি ভবন বরাদ্দ আসে। বিদ্যালয়ের যে জায়গাটিতে ভবন করার কথা, সেটি মোস্তাক মিয়া নামের এক ব্যক্তির দখলে রয়েছে। এদিকে মোস্তাক মিয়ার একটি জায়গা দখল করে আছেন আরশাদ নামের অপর এক ব্যক্তি। ঠিকাদাররা ভবন করতে এলে মোস্তাক মিয়া বাধা দেন। তিনি আরশাদ মিয়ার কাছ থেকে জায়গা ফেরত চান। এ নিয়ে শুক্রবার বিকালে আরশাদ মিয়ার বাড়িতে সালিশ বসে। সালিশে কথা কাটাকাটি থেকে একটি পক্ষ আরশাদ মিয়ার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এতে চারজন আহত হন। আহতরা হলেন- আরশাদ, মোখলেস, রেজাউল করিম ও ওমর ফারুক। তাদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীনচন্দ্র দাস বলেন, বাঘাইরামপুর গ্রামে মারামারির ঘটনায় শুক্রবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এতে উভয়পক্ষেই মামলা করেছে। দুই মামলায় আসামি ১৫-১৬ জন। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর