শিরোনাম
বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সবুজ গাছের ফাঁকে সূর্যমুখীর হাসি

দিনাজপুর প্রতিনিধি

সবুজ গাছের ফাঁকে সূর্যমুখীর হাসি

সবুজ গাছের ফাঁকে ফাঁকে সূর্যমুখীর হাসি। চলতি মৌসুমে ব্যাপকভাবে সূর্যমুখী চাষ করে অধিক লাভের স্বপ্ন বুনছেন কৃষকরা। ইতোমধ্যে গাছে গাছে ফুলের সমারোহে হলুদ রঙে রাঙিয়েছে প্রকৃতি। অল্প সময়ে কম পরিশ্রমে সূর্যমুখী ফুল চাষে ফলন ও দাম দুটোই ভালো পাওয়ার সম্ভাবনায় দিনাজপুরের ঘোড়াঘাটে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ। আবহাওয়া অনুকূলে থাকলে সূর্যমুখী ফুল থেকে অধিক লাভবান হবে কৃষকরা। ফলন ও দাম দুটোই ভালো পাওয়ায় আগামীতে এর চেয়ে আরও বেশি চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষি অফিস জানায়। সরেজমিন দেখা যায়, ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় সবুজ গাছের মাথায় হলুদ সূর্যমুখীর হাসি। সূর্যমুখীর এ অপরূপ দৃশ্য দেখতে ছেলে-মেয়েরা ছুটে আসছে জমিতে। ব্যস্ত হয়ে পড়ছে সূর্যমুখীর সঙ্গে সেলফি তুলতে। খোদাতপুর গ্রামের সূর্যমুখী চাষী বুলু মিয়া জানান, ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে সূর্যমুখী ফুলের চাষ করেছি। অল্প সময়ে কম পরিশ্রমে সূর্যমুখী ফুল চাষে ফলন ও দাম দুটোই ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি বছর ৩৩ শতক জমিতে এ ফুল চাষ করি। এবার কৃষি অফিস বীজের পাশাপাশি সার কীটনাশকও সরবারহ করেছে। ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোছা. উম্মে সালমা ও কৃষিবিদ রুহুল আমিন জানান, সূর্যমুখী ফুল চাষে কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ১৩ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। আগামীতে এর চেয়ে আরও বেশি চাষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলন পাওয়া যাবে।

সর্বশেষ খবর