বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জয়দেবপুর-পঞ্চগড় চলবে ঈদ স্পেশাল ট্রেন

গাজীপুর প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। জয়দেবপুর জংশন স্টেশনে গতকাল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান। তিনি বলেন, ১৮ থেকে ২০ এপ্রিল উত্তরাঞ্চলে যাতায়াতের দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এর মধ্যে একটি ট্রেন চলবে জয়দেবপুর স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত। এ ট্রেনের টিকিট কাটতে হবে অনলাইনে। তবে যাত্রার দিন শতকরা ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি করা হবে স্টেশন থেকে। একজন যাত্রী তার এনআইডি দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট করতে পারবেন। ১৮ এপ্রিল থেকে ট্রেনটি জয়দেবপুর স্টেশন ত্যাগ করবে সন্ধ্যা ৭টা ১৫ মিনেটে। আর পঞ্চগড় পৌঁছাবে ভোর ৫টা ২৫ মিনিটে। ফেরার পথে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর জংশনে পৌঁছাবে বিকাল ৩টা ৪৫ মিনিটে।

সর্বশেষ খবর