শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শেরপুর সীমান্তে কবে হচ্ছে বর্ডার হাট?

শেরপুর প্রতিনিধি

বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্ত জেলা শেরপুর। এ জেলার সীমান্তবর্তী উপজেলা হচ্ছে নালিতাবাড়ী। ভারতের পাহাড় নদী ঘেরা সেভেন সিস্টারের অন্যতম রাজ্য মেঘালয়ের খুব কাছাকাছি নালিতাবাড়ীর অবস্থান। দুই অংশের মানুষের মধ্যে সাংস্কৃতির মিল রয়েছে। তবে আইন আর কাঁটাতারের বাধায় দুই দেশে থাকা স্বজনদের মধ্যে যোগাযোগ ও ব্যবসাবাণিজ্য খুবই সীমিত। পারস্পরিক যোগযোগ বাড়াতে ও পণ্য বিনিময় সহজ করতে দীর্ঘদিন বাংলাদেশ ও ভারত সরকার এ অঞ্চলে বার্ডার হাট বসাতে ততপর। জায়গা নির্বাচনের ব্যাপারে মতের ঐক্য হয়নি বলে চালু কার যায়নি এ হাট। করোনাসহ নানা সংকটে দীর্ঘদিন সীমান্ত হাট বসানোর আলাপ দুই সরকারের তরফ থেকে বন্ধ হয়ে যায়। এখন আবার এ হাট বসাতে ততপরতা শুরু হয়েছে। সবার দাবি সমস্যা কাটিয়ে বর্ডার হাট হোক। জানা যায়, ২০১৬ সালে বাংলাদেশ সরকার নালিতাবাড়ীর নাকুগাঁও ও ভারতের মেঘালয়ের ডালু স্থলবন্দর সংলগ্ন এলাকায় বর্ডার হাট স্থাপনের প্রস্তাবনা দেয়। ভারত নানা কারণ দেখিয়ে ওই স্থানে হাট বসানোর প্রস্তাব নাকচ করে। তারপর বিষয়টি আর তেমন এগোয়নি। এখন নতুন করে ভারতের পক্ষ থেকে নাকুগাঁও বন্দরের প্রায় চার কিলোমিটার পশ্চিমে পোড়াগাঁও ইউনিয়নের বারামারী এলাকার আন্ধারুপাড়া খলচান্দা গ্রাম ও ভারতের চান্দভুঁই গ্রামের জিরো পয়েন্ট এলাকায় প্রস্তাব করা হয়েছে।

সর্বশেষ খবর