শিরোনাম
শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হাসপাতালের ওষুধ বিক্রি হচ্ছে ফার্মেসিতে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ওষুধের গায়ে লেখা ‘সরকারি সম্পদ বিক্রি করা দণ্ডনীয় অপরাধ’। এর পরও বিক্রিনিষিদ্ধ এসব ওষুধের রমরমা ব্যবসা চলছে। বগুড়ার বিভিন্ন ফার্মেসিতে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে সরকারি হাসপাতালের ওষুধ। যা কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি বগুড়ার শেরপুর উপজেলার একটি ফার্মেসিতে সরকারি ওষুধ বিক্রিকালে হাতেনাতে ধরা পড়েন বিক্রেতা। এর পরই সরকারি ওষুধ বাণিজ্যের বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভের। চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল বগুড়া জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। শেরপুরের কুসুম্বী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য শাকিব হোসেন এ অভিযোগ করেন।

সর্বশেষ খবর