শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

৩১ দোকান-বসতবাড়ি পুড়ে ছাই

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের হাট লক্ষ্মীপুর বাজারে গতকাল সকালে অগ্নিকান্ডে ২৬টি দোকান ঘর ও পাঁচটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান, গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে বাজারের গরুর হাটের প্রবেশ পথের ধারের দোকানগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মুদি, ওষুধ, সোনা, রড-সিমেন্ট, কম্পিউটার, লাইব্রেরি, চায়ের স্টল, বিজ, মাংসসহ ২৬টি দোকান ঘর, গুদাম ও দোকান সংলগ্ন পাঁচটি বসতবাড়ির আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সর্বশেষ খবর