রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

১২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ফলের বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শহরের ফতেহ আলী বাজার ও ব্রিজ সংলগ্ন এলাকায় গতকাল এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী সত্যতা নিশ্চিত করেছেন।

জানান, অভিযানে ওজন বেশি দিয়ে বিশেষভাবে তৈরি ঠোঙ্গায় পণ্য বিক্রির দায়ে পাঁচটি ফলের দোকানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তারা ঠোঙ্গার ওজন বাড়িয়ে ফল কম দিচ্ছিল। এ ছাড়া একটি তরমুজের দোকানে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা, ফতেহ আলী বাজারে ছয়টি মিশ্রি ও খেজুরের দোকানে খাবার খোলা রাখাসহ অস্বাস্থ্যকরভাবে খাদ্য বিক্রির অপরাধে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর