রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের কলাতুলি এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। নিহত ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪২) কলাতুলি গ্রামের আবদুল মোতালিবের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করেন একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে জামান। শুক্রবার বিকালে জমি চাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে ট্রাক্টর মালিক জামানের সঙ্গে কথা কাটাকাটি হয় সিরাজুলের। এ সময় সিরাজুলকে বিভিন্ন হুমকি দেন জামান। হামলার আশঙ্কায় দ্রুত জমি থেকে বাড়িতে চলে যান তিনি। সন্ধ্যার দিকে জামান ও তার লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় সিরাজুলের বাড়িতে। তারা ঘরের ভিতর কুপিয়ে গুরুতর আহত করে সিরাজুলকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী বলেছেন হত্যা ঘটনায় মামলা হয়েছে।

জানান, হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চিহ্নিত ১১ জন ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছে।

সর্বশেষ খবর