বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অনুমোদনহীন কারখানা সিলগালা

সাভার (ঢাকা) প্রতিনিধি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না থাকায় সাভারের আশুলিয়ায় তিনটি সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরির কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে একটি বেকারির দুজনকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় প্রায় ৩ লাখ টাকা মূল্যের পণ্য। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার।

সর্বশেষ খবর