শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ড্রেনের মুখ ভরাট, পানিবন্দি শতাধিক বাড়িঘর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা উত্তরপাড়া এলাকায় এক সপ্তাহ আগে ড্রেনের মুখ মাটি ফেলে ভরাট করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক বাড়িঘর। সড়কে নোংরা পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। দুর্বিষহ জীবনযাপন করছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার চন্দ্রা পশ্চিমপাড়া, ম-লপাড়া, সিপি এলাকা, জোড়া পাম্প এলাকার পানি ড্রেন দিয়ে ভাঙা মসজিদ হয়ে নেমে যায় মকস বিলে। ভাঙা মসজিদ এলাকার এক ব্যক্তি তার নিচু জমি ভরাট করায় ড্রেনটি বন্ধ হয়ে যায়। স্থানটি পরিষ্কার না করায় এক সপ্তাহ ধরে পানি সড়ক ও বাড়িতে চলে এসেছে। শৌচাগারের নোংরা পানির দুর্গন্ধে বাসাবাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়েছে। চন্দ্রা পশ্চিমপাড়া এলাকার আকরাম হোসেন জানান, জলাবদ্ধতার কারণে ছেলে-মেয়ে স্কুলে যেতে পারছে না। স্থানীয় কাউন্সিলর খাত্তার মোল্লা জানান, কয়েক এলাকার পানি নিচু জমির ওপর দিয়ে মূল ড্রেনে নেমে যেত। কয়েক দিন আগেই পৌরসভার অনাপত্তিপত্র না নিয়েই সেখানে মাটি ভরাট করা হয়েছে। এতে ৪-৫টি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর