রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

খাল পুনঃখননে খুশি হাজারো কৃষক

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

খাল পুনঃখননে খুশি হাজারো কৃষক

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া খাল পুনঃখননে এলাকায় বাড়বে ফসল উৎপাদন। খালটি পুনঃখনন হওয়ায় হাজারো কৃষক পরিবারে বইছে খুশির জোয়ার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ গতকাল এ খাল পরিদর্শন করেন। বিএডিসি ও স্থানীয় সূত্র জানায়, চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া, শাওরাতলী, অম্বরপুর, নাজিরপুর, কুটুমপুর ও পশ্চিম কুটুমপুর মৌজায় অবস্থিত মাধাইয়া খাল। এর দৈর্ঘ্য ৮ দশমিক ২ কিলোমিটার। পলিতে ভরাট হওয়ায় পানি নিষ্কাশনের সুব্যবস্থা ছিল না। ফলে প্রায় ৫০০ একর আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। কৃষকরা যথাসময়ে চাহিদা মতো ফসল উৎপাদন করতে পারতেন না। বিএডিসির কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে খালটি পুনঃখনন করায় জলাবদ্ধতা নিরসন হয়। এসব জমিতে আউশ-আমন ধানসহ বিভিন্ন ধরনের শাক-সবজি, ফলমূল ইত্যাদি উৎপাদন করা সম্ভব হবে। প্রতি বছর প্রায় ৮০০ মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদন সম্ভব হবে। এ ছাড়া খালটি পুনঃখননে ভূউপরিস্থ সেচের পানির জলাধার হিসেবে কাজ করবে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান বলেন, খালটি পুনঃখনন করার আগামী মৌসুমে ওই এলাকায় ফসল উৎপাদন বাড়বে।

সর্বশেষ খবর