রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কাবিখার ১৭ মেট্রিক টন চাল জব্দ

নেত্রকোনা প্রতিনিধি

কাবিখার ১৭ মেট্রিক টন চাল জব্দ

হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরিত কাবিখা প্রকল্পের ১৭ দশমিক ৬৯৫ মেট্রিক টন চাল পাচারকালে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চাল বহনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই সপ্তাহের সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। খারিয়াজুরীর সরকারি খাদ্য গুদাম থেকে নেত্রকোনায় নিয়ে আসার পথে শুক্রবার রাতে স্থানীয়রা চাল আটক করে থানায় খবর দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিন সারওয়ার নেত্রকোনা সদরের চল্লিশা রাবেয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লুৎফর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন। এ সময় লুৎফর রহমান লিখিত প্রত্যায়নে উল্লেখ করেন ৩৫৪ বস্তা চাল খালিয়াজুরী খাদ্য গুদাম থেকে তুলেছেন তিনি। এ ব্যাপারে ইউএনও রুয়েল সাংমা বলেন, টিআরের চাল। মোবাইল কোর্ট করেছেন এসিল্যান্ড। আটক করেছেন ওসি। এ বিষয়ে ওনাদেরই জিজ্ঞেস করুন। তার (ইউএিনও) স্বাক্ষরিত এ সব ছাড়পত্রের কথা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিন সারওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা রাতেই চাল জব্দ করে নদীর পাড়েই রাখি। সেখান থেকে সকালে থানায় নেওয়া হয়েছে। খালিয়াজুরী থানার ওসি আবুল বাশার জানান, ৩৫৪ বস্তার কথা বললেও কিছু নষ্ট হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। কোথা থেকে কীভাবে চাল এসেছে তারা বলতে পারবেন। আমরা শুধু আটকের দায়িত্ব পালন করেছি।

সর্বশেষ খবর