মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

প্রতিবন্ধীকে হত্যা

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় ভাড়া বাসায় ঢুকে মেয়ের ব্যবহার করা কেঁচি দিয়ে বিমল মন্ডল নামে এক প্রতিবন্ধীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে আশুলিয়ার উত্তর জামগড়া এলাকার আবুল ভূঁইয়ার মালিকানাধীন চারতলা বাড়ির তিনতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। শ্রী বিমল মন্ডল রাজবাড়ি জেলার বনগ্রাম গ্রামের মৃত খিতিস মন্ডলের ছেলে। এর আগে দুইবার স্ট্রোক করে তিনি প্যারালাইসড রোগে আক্রান্ত হয়েছিলেন। পোশাক শ্রমিক স্ত্রী পারুল ও তার মেয়ে পূর্ণিমাকে সঙ্গে নিয়ে ওই বাসায় তিনি বসবাস করতেন। নিহতের মেয়ে পূর্ণিমা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার বাবা কয়েক বছর প্যারালাইসড হয়ে পড়ে আছেন। চিকিৎসার পর সকাল ও বিকাল কোনোমতে হাঁটতে পারতেন। আমাদের এমনিতেই কোনো শত্রু ছিল না। সন্দেহও করতে পারছি না আমরা।

আমার বাসার নিজের সেলাইমেশিনের কেঁচি দিয়েই আমার বাবাকে খুন করেছে। আশুলিয়া থানার এসআই নূরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একটি কাপড় কাটা কেঁচি বিমল মন্ডলের মুখের ভিতর ঢুকিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, এখনই কিছু বলা যাচ্ছে না। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ঘটনা আশুলিয়ার থানার মামলা হয়েছে। বিমল মন্ডলকে কাপড় কাটা কেঁচি দিয়ে হত্যা করা হয়েছে। কেঁচি উদ্ধার করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভাব হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর