শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পর্যটক বরণের যত প্রস্তুতি

প্রতিদিন ডেস্ক

পর্যটক বরণের যত প্রস্তুতি

নতুন রূপে সেজেছে কুয়াকাটা সৈকত

ঈদের ছুটিতে পর্যটক বরণের ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ। বিনোদন স্পটগুলো সেজেছে নতুন রূপে। প্রতিনিধিদের খবর- রাঙামাটি : ঈদের ছুটিকে ঘিরে পর্যটক বরণে প্রস্তুতি সম্পন্ন করেছে রাঙামাটি পর্যটন কর্তৃপক্ষ। তবে নেই তেমন বুকিং। প্রায় হোটেল-মোটেল খালি রয়েছে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তীব্র দাবদাহের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে রাঙামাটি। ঈদের লম্বা ছুটি থাকলেও হোটেল বুকিংয়ের জৌলুস নেই একেবারে। কিন্তু পর্যটক বরণে কোনো কমতি রাখেনি ব্যবসায়ীরা। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানায়, তীব্র দাবদাহে নেড়া হয়ে গেছে প্রায় পাহাড়। গরমে অতিষ্ঠ মানুষ। এর মধ্যে মানুষ ভ্রমণে বেড় না হওয়া টাই স্বাভাবিক। তবুও আমরা পর্যটক বরণে প্রস্তুত। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতরের ছুটি কাটাতে পর্যটকদের জন্য প্রস্তুত হয়ে আছে পর্যটন শহর শ্রীমঙ্গল। এখানকার রির্সোট, হোটেল-মোটেল মালিকরা নতুন সাজে সাজিয়ে রেখেছেন তাদের প্রতিষ্ঠানগুলো। কিন্তু পর্যটকদের সাড়া পাচ্ছেন না। ট্যুার গাইডরা বলছেন, শ্রীমঙ্গলে রুম ভাড়া অনেক বেশি। এ ছাড়া সন্ধ্যার পর এখানে পর্যটকদের বিনোদনের কোনো ব্যবস্থা নেই। নেই নতুন পর্যটন স্পট। রয়েছে ট্রেনের টিকিট সংকট। তাই পর্যটকরা এখন আর শ্রীমঙ্গলে আসতে চান না। শ্রীমঙ্গল আবাসন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ও গ্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমেদ বলেন, আমরা হতাশ। পর্যটক বরণে আমরা সব প্রস্তুতি সম্পর্ণ করে রেখেছিলাম। কিন্তু বুকিং পাচ্ছি না। কলাপাড়া :  পর্যটন কেন্দ্র পর্যটন কুয়াকাটা সেজেছে নতুন সাজে। পর্যটক বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে   হোটেল-মোটেল কর্তৃপক্ষসহ পর্যটন সংশ্লিষ্টরা। ঈদের ছুটি উপভোগ করতে পর্যটকরা হোটেলগুলোতে আগাম বুকিং দিতে শুরু করেছেন। পদ্মা সেতু চালু ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এবার ব্যাপক পর্যটক সমাগম হবে এমন আশা সংশ্লিষ্টদের।  সৈকতে বসার বেঞ্চ ও ছাতায় এখন নতুনত্বেও ছোঁয়া। পর্যটকদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। কুয়াকাটা ট্যুরিজম  মেনেজম্যান্ট অ্যাসোসিয়েশন কুটুমের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, আগেভাগেই সব ট্যুরিজম সেন্টার তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করি পর্যটকদের সামাল দিতে বেগ  পেতে হবে না। চরফ্যাশন : ভোলার টরফ্যাশনও সেজেছে নতুর রূপে। এখানে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত ম্যানোগ্রোভ বনাঞ্চলঘেরা চর কুকরিমুকরি।  কুইন আইল্যান্ড অব ভোলার চর কুকরিমুকরি ম্যানোগ্রোভ বনাঞ্চলের চারদিকে গড়ে উঠেছে আর্টিফিসিয়াল ইকোপার্ক। ঈদে পর্যটক বরণ করতে ইতোমধ্যে কর্তৃপক্ষ সব প্রস্তুতি শেষ করেছে।

সর্বশেষ খবর