শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হিটস্ট্রোকে মরছে মুরগি

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

হিটস্ট্রোকে মরছে মুরগি

শ্রীমঙ্গলের একটি খামার -বাংলাদেশ প্রতিদিন

অধিক গরমে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পোলট্রি খামারে প্রতিদিনই শত শত মুরগি হিটস্ট্রোকে মারা যাচ্ছে। খামারের চালে পানি দিয়েও মুরগি বাঁচানো যাচ্ছে না। এদিকে গরমে খাবার কম খাচ্ছে লেয়ার মুরগি। ফলে কমেছে ডিম উৎপাদন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে খামারে চালিয়ে রাখা যাচ্ছে না ফ্যানও। কিছু খামার জেনারেটর দিয়ে ফ্যান চালালেও তাদের বাড়ছে উৎপাদন খরচ। ফলে এই গরমে খামার টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। তারা জানান, সাধারণত ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা। এর থেকে কমবেশি হলেই মুরগি উৎপাদনে ব্যাঘাত ঘটে। গত এক সাপ্তাহ ধরে এ উপজেলায় মাত্রারিক্ত তাপমাত্রা বিরাজ করছে। গরম সহ্য করতে না পেরে খামারে মুরগি মরছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানা যায়, গত সোমবার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি। শনিবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি ও শুক্রবার ছিল ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা যায়, এ উপজেলায় নিবন্ধিত ব্রয়লায় খামার ১২টি ও অনিবন্ধিত খামার ১৭২টি। নিবন্ধিত লেয়ার খামার দুটি ও অনিবন্ধিত খামার ২৩টি। এসব খামার থেকে প্রতিদিন ৭০ হাজার ৯৭৮টি ডিম উৎপাদন হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, অধিক গরম ব্রয়লার ও লেয়ার মুরগির জন্য ক্ষতিকর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর