শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ধোবাউড়ায় হাতির আক্রমণে প্রাণ গেল কিশোরের

চকরিয়ায় প্রাচীর ভেঙে তান্ডব

ময়মনসিংহ ও কক্সবাজার প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় বন্যহাতির আক্রমণে সুমন মিয়া (১৩) নামে এক কিশোর প্রাণ হারিয়েছে। বুধবার সন্ধ্যার পর উপজেলার দক্ষিণ মাইজপাড়া উত্তর রাণীপুর গ্রামে এ ঘটনা ঘটে।  সুমন ওই গ্রামেরই আবদুল মোমেন মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে ভারতীয় এক দল হাতি উত্তর রাণীপুর গ্রামে এসে ফসলি জমি নষ্ট করে। এ সময় এলাকার লোকজন হাতি তাড়াতে যান। তখন সুমন মিয়া হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যায়। পুটিমারি বন বিভাগের বিট কর্মকর্তা সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা প্রতিদিন মানুষকে বোঝাচ্ছি কেউ যেন হাতির কাছে না যায়। এদিকে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পড়ে একটি দলছুট বন্যহাতি। হাতিটি পার্কের ভিতরে নবনির্মিত পাখিশালার বেষ্টনিসহ কয়েকটি স্থাপনায় তান্ডব চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাত ১০টার দিকে। পার্কের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল ভোরে হাতিটি তাড়াতে সক্ষম হন। পার্ক কর্তৃপক্ষ জানায়, সংরক্ষিত বনাঞ্চল দখল করে বসতবাড়ি নির্মাণ করায় দিন দিন হাতির খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। ফলে সাফারি পার্কের সীমানা প্রাচীর ভেঙে বন্যহাতি পার্কের ভিতর খাবারের সন্ধানে ঢুকে পড়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, হাতির তান্ডবে পাখিশালাসহ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর