শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরা বন্ধ

রাঙামাটি প্রতিনিধি

মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা রাঙামাটি কাপ্তাই হ্রদে। গতকাল মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সম্প্রতি রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ সভায় জেলা প্রশাসন ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) যৌথভাবে তিন মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার থেকে বিরত থাকার নির্দেশনা দেন জেলে ও মৎস্যজীবীদের। জানা যায়, প্রতি বছর নির্দিষ্ট সময় কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধি, সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন এবং মা মাছ নিধন রোধে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিষেধাজ্ঞা চলাকালে মাছ শিকার থেকে বিরত থাকতে জেলেদের বিশেষভাবে সতর্ক থাকতে হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। এ ছাড়া নিষিদ্ধ সময়ে কাপ্তাই হ্রদে পোনা ও মাছের নিরাপত্তায় কাজ করবে বিএফডিসি ও পুলিশ। ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে।

বিএফডিসি সূত্র জানায়, এই সময় কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পোনা অবমুক্ত করা হবে। একই সঙ্গে জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে। যাতে তারা খাদ্য সংকটে না পড়েন। রাঙামাটি হ্রদের মাছের ওপর জীবন-জীবিকা চলে এ অঞ্চলের ২২ হাজার মৎস্যজীবীর। কাপ্তাই হ্রদ থেকে প্রায় ৬৬টি দেশি প্রজাতির ও ছয়টি বহিরাগত প্রজাতির মাছ পাওয়া যায়।

সর্বশেষ খবর