শিরোনাম
শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিআরটিসি বাসে অতিরিক্ত ভাড়া আদায়

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

পূর্বঘোষণা ছাড়াই আড়াইহাজার উপজেলার ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বিআরটিসি বাসের ভাড়া আসনপ্রতি ৪০ টাকা বাড়তি আদায় করা হচ্ছে। এতে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। ঈদের সময় বিআরটিসি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ায় সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপজেলা প্রশাসন এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে অবগত নন বলে জানান। ঢাকা থেকে বিশনন্দী আঞ্চলিক মহাসড়কে আড়াইাজার পর্যন্ত বাস ভাড়া নির্ধারিত ছিল ১৪০ টাকা। এখন টিকিটে তা বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১৮০ টাকা। একইভাবে ঢাকা থেকে বিশনন্দীর ভাড়া ছিল ১৬০ টাকা। এখন বাড়িয়ে ২০০ টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়া এ রুটে ঢাকা থেকে প্রভাকরদী পর্যন্ত ভাড়া নিত ১০০ টাকা এখন যে কোনো স্থানে নামলেই যাত্রীদের ১৮০ টাকা গুনতে হচ্ছে। ঈদে ঘরমুখো যাত্রীরা বাধ্য হয়েই বেশি টাকা দিয়ে টিকিট কাটছেন। আড়াইহাজারের বিআরটিসি বাসের দায়িত্বে থাকা মাহাবুব আলমের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

আড়াইহাজারের ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, বিআরটিসি বাসে বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর