রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

১০ দিন ছুটি শেষে সচল বাংলাবান্ধা-ভুরুঙ্গামারী

পঞ্চগড় ও কুড়িগ্রাম প্রতিনিধি

১০ দিন ছুটি শেষে সচল বাংলাবান্ধা-ভুরুঙ্গামারী

ঈদুল ফিতরে টানা ১০ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা ও ভুরুঙ্গামারী স্থলবন্দর সচল হয়েছে। গতকাল সকাল থেকে স্থলবন্দর দুটির আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়। বাংলাবান্দা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গত ১৯ এপ্রিল সাপ্তাহিক ছুটিসহ ঈদ উদযাপন উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে পাসপোর্ট ও ভিসাধারী ইমিগ্রেশনের লোক পারাপার স্বাভাবিক ছিল। এদিকে সকাল থেকে শুরু হয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। বঙ্গসোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রহুল আমীন গতকাল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ১০ দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে বন্দর কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর