রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শাকামাছা গরু হাটের ইজারাদর বেড়েছে

নীলফামারী প্রতিনিধি

কয়েক দফা পেছানোর পর প্রায় ৩ কোটি টাকা ইজারাদর বেড়েছে নীলফামারী পৌরসভার শাকামাছা গরু হাটের। দ্বিতীয় দফা দরপত্র আহ্বানে ৩ কোটি ৩৬ লাখ টাকা ইজারাদরে হাচান-হোচাইন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এক বছরের জন্য ইজারাস্বত্ব পেয়েছেন।

সূত্র জানায়, ভ্যাট ও আয়করসহ প্রায় ৪ কোটি ৩৭ লাখ টাকায় গিয়ে দাঁড়ায় ইজারামূল্য। শাকামাছা গরুহাট জেলার প্রসিদ্ধ হাট হিসেবে পরিচিত। বছর কয়েক আগেও হাটটির ইজারাদর কোটির অঙ্ক ছুঁতে না পারলেও সময় বদলেছে। মাত্র দুই-তিন বছরেই হাটটির ইজারাদর ৪ কোটি ছাড়াল।

গত বছর মাত্র ১ কোটি ১৫ লাখ টাকায় হাটের ইজারাস্বত্ব বিক্রি করা হয়েছিল। স্থানীয় অনেকের ধারণা, সিন্ডিকেট ও নেগোশিয়েটপার্টির কারসাজি দূর করা গেলে                জেলার বিভিন্ন হাট-বাজার ইজারা থেকে সরকারের প্রতি বছর অতিরিক্তি কয়েক কোটি টাকার রাজস্ব আদায় হবে।

সর্বশেষ খবর