রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

চুরি ও ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

চুরি ও ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন

বগুড়ায় ধান খেতে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, চুরি ও ছিনতাইয়ে বাধা দেওয়ায় ভাই ও বন্ধুরা মিলে হত্যা করে কিশোর মালেক সরদারকে। গতকাল সংবাদ সম্মেলনে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র এএসপি নাজরান রউফ এ তথ্য জানান। এর আগে শুক্রবার দুপচাঁচিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- মাহবুব আলম, মোক্তার ও তারেক। এদের মধ্যে তারেক নিহত মালেকের আপন ভাই। পুলিশ কর্মকর্তা নাজরান রউফ জানান, মাহবুব, মোক্তার ও তারেক চুরি-ছিনতাই ও মাদক সেবনে জড়িত। এসব বিষয় জানত তারেকের ভাই মালেক। সে ভাই তারেককে এসব করতে নিষেধ করত এবং বিষয়টি পুলিশকে জানানোর ভয় দেখাত। এর জেরে তারেক ও অন্যরা মালেককে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে শ্বাসরোধ করে মালেককে হত্যা করে অভিযুক্ত তিনজন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর