শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা আই হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বেলাল রিজভী, মাদারীপুর

বসুন্ধরা আই হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

মাদারীপুরে চক্ষু রোগীদের জন্য দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। গতকাল সকাল থেকে শুরু হয়ে এ কার্যক্রম দিনব্যাপী চলে। পৌর এলাকার আমিন উদ্দিন হাওলাদার সড়কের মোড়ল বাড়িতে ভিশন কেয়ার ফাউন্ডেশন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও মো. শহিদুর রহমান শাহীনের যৌথ উদ্যোগে বিনামূল্যে এ চিকিৎসাসেবা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।  জানা গেছে, মাদারীপুর শহরের মাস্টার কলোনিতে আয়োজিত চিকিৎসা কেন্দ্রে চোখের রোগীদের বিনামূল্যে চশমা, ওষুধ প্রদান করা হয়। এবং ছানি অপারেশনের রোগীদের বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এ নিয়ে বিনা খরচে ছানি অপারেশন করানো হবে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সালেহ আহমদ, ডা. রিপন আলী, দৃষ্টি বিশেষজ্ঞ আবু নাঈম ও মো. ইউসুফসহ মোট আটজনের টিম অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চোখের চিকিৎসা দিচ্ছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ চিকিৎসাসেবা চলে। যাদের ছানি অপারেশ দরকার হবে তাদের বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে বিনা খরচে নিয়ে গিয়ে অপারেশন করে আবার মাদারীপুরে নিয়ে আসা হবে। প্রায় ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানা গেছে। ফ্রি চক্ষু চিকিৎসা সেবার উদ্যোক্তা মো. শহিদুর রহমান শাহীন বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় মানুষের কল্যাণে কাজ। কল্যাণমুখী কাজে অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। শহরের জেলখানা মোড় এলাকার সরাফত আলী বলেন, খবর পেয়ে চোখের চিকিৎসা নিতে এসেছি। এখানে এসেই ডাক্তার দেখিয়েছি। এখানে ফ্রি ছানি অপারেশনও করে দেবে। হরিকুমারিয়া এলাকার ফুলমালা বেগম বলেন, ‘আগে ডাক্তার দেখাইছিলাম। চোখে তেমন দেখি না। আজ খবর শুনে এলাম। অপারেশন করা লাগলে বিনা খরচেই করাতে পারব’। অধ্যাপক ডা. সালেহ আহমদ বলেন, যাদের ছানি অপারেশনের প্রয়োজন  তাদের, বিনা খরচে নিয়ে গিয়ে অপারেশন করে আবার মাদারীপুরে নিয়ে আসা হবে।

এদিকে এ অনুষ্ঠান শেষে বিকালে কালের কণ্ঠ শুভ সংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য নির্মিত একটি বিদ্যালয় উদ্বোধন করেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এর আগে আরও আটটি জেলায় সুবিধাবঞ্চিতদের জন্য বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এসব বিদ্যালয়ের সব খরব বহন করবে কালের কণ্ঠ শুভ সংঘ। কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, আমাদের মাননীয় চেয়ারম্যান শিখিয়েছেন মানুষের কল্যাণে কাজ করতে। মানুষের পাশে দাঁড়াতে। তিনি আরও বলেন, আমাদের দেশে ভালো মানুষের সংখ্যা বেশি। যখন মানুষ কোনো সমস্যায় পড়ে তখনই কেউ না কেউ অসহয় মানুষেন পাশে দাঁড়ায়।

সর্বশেষ খবর