শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

শত বছরের রাস্তায় বেড়া

জয়পুরহাট প্রতিনিধি

শত বছরের রাস্তায় বেড়া

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোলান গ্রামে শত বছরের পুরনো গ্রামীণ রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গ্রামের দুই শতাধিক মানুষ গতকাল এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। দ্রুত সময়ের মধ্যে বাঁশের বেড়া অপসারণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সরেজমিন জানা যায়, মোলান গ্রামের ভিতর দিয়ে শত বছরের পুরনো রাস্তায় পাশের উপজেলা হাকিমপুরের বাঁশমুড়ি, ডুগডুগি, হিলিসহ বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন। রাস্তাটি নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে ওই গ্রামের আসলেমা, ওহাব, উজ্জল ও আজিজুল হক বাঁশ দিয়ে ঘিরে রেখেছেন। এতে গ্রামবাসীসহ অন্য এলাকার মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে। মোলান গ্রামের সেকেন্দার আলী বলেন, আমার বয়স ৮০-৯০ বছর হবে। জন্মের পর থেকে এই রাস্তা দিয়ে কয়েক গ্রামের মানুষ যাতায়াত করতে দেখেছি। সেই রাস্তায় বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। একই গ্রামের আবদুল হামিদ ও গোলাম রাব্বানী জানান, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করায় গ্রামবাসী বিপাকে পড়েছেন। এখন ইরি-বোরোর মৌসুমে বেশিরভাগ কৃষকের ধান মাঠে পড়ে আছে। রাস্তা বন্ধ থাকায় ধানের ভাড়, ভ্যান ও পাওয়ার ট্রলিতে ধান আনতে পারব না। মাঠ থেকে ধান কীভাবে ঘরে তুলব। অভিযোগের বিষয়ে আসলেমা বলেন, ওই রাস্তা আমাদের পৈতৃক সম্পত্তি। তাই বেড়া দিয়ে ঘিরে রেখেছি। পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, এ ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর