শিরোনাম
শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

গ্রামীণ সড়কে মাটিবোঝাই গাড়ি চলাচলে অতিষ্ঠ মানুষ

নাটোর প্রতিনিধি

গ্রামীণ সড়কে মাটিবোঝাই গাড়ি চলাচলে অতিষ্ঠ মানুষ

নাটোরের গৌরীপুর মাদরাসা মোড় বাজার সংলগ্ন বিলে অবাধে চলছে ফসলি জমিতে পুকুর খনন। দিনে-রাতে পুকুর খননে হুমকিতে পড়েছে কৃষকসহ স্থানীয়রা। খননের মাটি বিক্রি করা হচ্ছে বিভিন্ন উপজেলায়। মাটিতে পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক। কাঁদা-মাটি রাস্তার পড়ে থাকায় সড়ক দুর্ঘটনার প্রবণতাও বাড়ছে। মাটিবাহী গাড়ির শব্দে বিরক্ত স্থানীয় মানুষ। উপজেলা প্রশাসনের দাবি, পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। যদিও গত এক মাসে কোনো অভিযানই চোখে পড়েনি কারও। জেলা প্রশাসক আবু নাসির ভূঁইয়া বলেন, অবৈধভাবে পুকুর খনন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পুকুর খনন বন্ধে ইউএনওদের অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর