শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

কালিয়াকৈরে গজারি কাঠ জব্দ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে অনুমোদনহীন একটি কারখানা থেকে গজারি বল্লি ও জ্বালানি কাঠ জব্দ করেছে বনবিভাগ। জানা যায়, কালিয়াকৈর উপজেলার জাথালিয়া মসজিদ চালা বাজারের পাশে গজারি কাঠ পুড়িয়ে দীর্ঘদিন সড়কের কার্পেটিংয়ের অয়েল তৈরি করা হচ্ছিল। বিষয়টি বনবিভাগের নজরে এলে গতকাল সকালে বোয়ালি বনবিট কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ গজারির বল্লি ও জ্বালানি কাঠ জব্দ করা হয়। বোয়ালী বন বিট কর্মকর্তা আবু ইউনুস জানান, গোপন খবরের ভিত্তিতে গ্রিন এনার্জি টেক নামক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গজারির বল্লি ও জ্বালানি কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। বন কর্মকর্তা বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর