মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু

রাঙামাটির বাঘাইছড়িতে হঠাৎ কাচালং সেতু ভেঙে খাদে পড়ে ট্রাক। এ সময় বন্ধ হয় রাঙামাটি-বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল। গতকাল সকালে বাঘাইছড়ি উপজেলার চৌমহনির মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ চালু করতে কাজ করছে সেনাবাহিনী ও সড়ক বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে একটি পাথরবোঝাই ট্রাক রাঙামাটির বাঘাইছড়ির চৌমহনির মডেল টাউন এলাকায় পৌঁছানোর পর কাচালং সেতু পারাপারের সময় দেবে যায় সেতুর পাটাতন। এ সময় ট্রাকটি খাদে পড়ে যায়। বন্ধ হয়ে যায় রাঙামাটি- বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল। মুহূর্তে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ ও সেনা সদস্যরা ট্রাকটি উদ্ধারের চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, ২০১৬ সালের ১১ জানুয়ারি রাঙামাটির বাঘাইছড়ির কাচালং নদীর ওপর নতুন সেতুর কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। ২০১৯ সালে শেষ হওয়ার কথা সেতুর নির্মাণকাজ। দীর্ঘ সাত বছরেও এ সেতুর কাজ শেষ করতে পারেনি সওজ বিভাগ। অর্ধনির্মিত সেতুর ওপর ঝুঁকি নিয়ে চলাচল করতো যানবাহন। খাগড়াছড়ি সওজের নির্বাহী প্রকৌশলী মোকসুদুর রহমান বলেন, পাটাতন ভাঙার খবর পেয়ে সড়ক বিভাগের কর্মীরা কাজ শুরু করেছে। চেষ্টা চলছে যান চলাচল স্বাভাবিক করার।

এ ছাড়া নতুন সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ কিছু বাকি আছে। আশা করি দ্রুত শেষ হবে সেতু নির্মাণকাজ। তবে কী কারণে দীর্ঘ বছরেও সেতু নির্মাণকাজ শেষ হয়নি তার কোনো সঠিক জবাব দিতে পারেননি সড়ক বিভাগের এ কর্মকর্তা।

সর্বশেষ খবর