মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

জামালপুর ও হবিগঞ্জ প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় পুকুরে ডুবে সীমান্ত ও মিনাল নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। দুই শিশুর পরিবারের সদস্যরা জানান, সিরাজাবাদ এলাকার ইব্রাহিম মিয়ার সাত বছরের ছেলে সীমান্ত ও শুক্কুর আলীর একই বয়সের ছেলে মিনাল বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে দুই শিশু পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশু কুলসুমা আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিশু। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। মৃত কুলসুমা বানিয়াচং সদরের জাতুকুর্ণপাড়া মহল্লার সুলতান মিয়ার মেয়ে। স্থানীয় সূত্র জানায়, জাতুকুর্ণপাড়ার শরীফ উদ্দিন সড়কের পাশে একটি পুকুর পাড়ে খেলার সময় পানিতে পরে ডুবে যায় কুলসুমা ও সামাদ মিয়া নামের দুই শিশু। একপর্যায়ে তাদের পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা।

দুজনকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে কুলসুমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় সামাদকে সিলেট পাঠানো হয়। সামাদ একই মহল্লার সেবুল মিয়ার ছেলে।

সর্বশেষ খবর