মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লায় মাঠজুড়ে ভুট্টার হাসি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাঠজুড়ে ভুট্টার হাসি

কুমিল্লার বিভিন্ন উপজেলায় মাঠজুড়ে এখন ভুট্টার সোনালি হাসি। জেলার দাউদকান্দি, চান্দিনা, বরুড়া, লালমাইসহ বিভিন্ন উপজেলায় ভুট্টা আবাদ হয়েছে। বরুড়ার ভবানীপুর এলাকায় কৃষকরা পাইওনিয়ার-৩৩৫৫ ভুট্টার বীজ রোপণে ভালো ফলন পেয়েছেন। তারা আগামীতে আরও বেশি জমিতে এই জাতের ভুট্টা আবাদ করবেন বলে জানিয়েছেন। মাঠে গিয়ে দেখা যায়, ভুট্টার মোচায় শেষ বিকালের আলো পড়ে ঝলমল করছে। তীব্র গরমের মধ্যে ফসল তুলছেন কৃষকরা। ভালো ফলন পেয়ে তারা খুশি। বরুড়া উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুইয়া ও মোশারফ হোসেন বলেন, ধানে দাম কম পাওয়ায় কৃষক ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন। পাইওনিয়ার-৩৩৫৫ ভুট্টার গাছের গোড়া শক্ত হওয়ায় সহজে ঝড়ো বাতাসে হেলে পড়ে না। ফলনও তুলনামূলক ভালো।

সর্বশেষ খবর