মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

গ্রেফতার চার আসামি রিমান্ডে

ইউএনওর ওপর হামলায় মামলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীসহ আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। মধুখালী থানা পুলিশ ও ইউএনওর গাড়িচালকের পৃথক দুটি মামলায় আসামি করা হয়েছে ৫০০ জনকে। হামলার ১ নম্বর আসামি ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপনসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন ফরিদপুরের ৫ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান। গতকাল আদালতে হাজির করে আসামিদের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত  তপনকে দুই দিনের এবং অপর তিন আসামিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। এদিকে ইউএনও আশিকুর রহমানের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিচার দাবি অব্যাহত রয়েছে। দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবি করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আলী আশরাফ পিয়ার, উপ-প্রচার সম্পাদক আলী আজগর মানিক উপস্থিত ছিলেন। এদিকে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও -ফরিদপুর প্রতিনিধি পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের প্রতিবাদে মধুখালী উপজেলা পরিষদ, উপজেলা কর্মচারী কল্যাণ ক্লাব, মধুখালী ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা কর্মচারী কল্যাণ ক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মচারী কল্যাণ ক্লাবের সভাপতি শাহ মো. রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু তারেক, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো. রফিকুল ইসলাম।

 

সর্বশেষ খবর