মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লুটের স্বর্ণ কিনে আটক দুই ব্যবসায়ী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের কালীবাজার স্বর্ণপট্টি এলাকা থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটককে কেন্দ্র করে তুলকালাম ঘটনা ঘটেছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দাবি, আটক ব্যবসায়ী বিপ্লব দাস চোরাই স্বর্ণ ক্রয় করেছেন। ওইসব স্বর্ণ সম্প্রতি শহরের পাইকপাড়া এলাকায় গৃহবধূকে হত্যাকাণ্ডের ঘটনায় লুট হয়েছিল। ডিবি পুলিশ ওই স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে নেওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা বাধা দিলে ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তবে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বিপ্লব দাসকে নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের কালীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গত ৩ মে পাইকপাড়ার আদর্শনগর এলাকায় নূরজাহান বেগম নামে এক নারীকে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা করলে হত্যার রহস্য উন্মোচনে মাঠে নামেন ডিবি পুলিশের সদস্যরা।

এদিকে ডিবি পুলিশ বিপ্লব দাসকে আটকের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেন স্বর্ণ ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ী বিপ্লবকে না ছাড়া হলে তারা দোকানপাট বন্ধ রেখে কর্মবিরতি পালন করবেন বলেও হুঁশিয়ারি দেন। স্বর্ণপট্টি এলাকার স্মৃতি জুয়েলার্সের মালিক অমিত সাহা বলেন, আমাদের এখানে প্রতিদিন অনেক মানুষ স্বর্ণ কিনতে আসে। সেই স্বর্ণগুলো অনেক পুরনো হয়। আমরা তো বুঝতে পারি না যে, সেটা চোরাই নাকি বৈধ। এটার ক্ষেত্রেও তাই হয়েছে। বিপ্লব সঞ্জয় নামে এক মাঠা বিক্রেতার কাছ থেকে স্বর্ণ কিনেছেন। সেই মাঠা বিক্রেতাও আগে স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। কিন্তু কেনার পর পুলিশ এসে তাকে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে ধরে নিয়ে গেল। নূরজাহান বেগম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর থানার এসআই শিহাব বলেন, পাইকপাড়ায় হত্যাকাণ্ডের পর যে স্বর্ণালংকার চুরি হয়েছিল বিপ্লবের দোকান থেকে সেই স্বর্ণই উদ্ধার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিপ্লব ছাড়াও এ ঘটনায় সঞ্জয় নামে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই খুনের সঙ্গে জড়িতদের দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।

সর্বশেষ খবর