বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কৃষক হত্যায় পাঁচজনের মৃত্যুদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে চাঞ্চল্যকর কৃষক তোতা মিয়া হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দুই আসামির যাবজ্জীবন এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক গতকাল এ রায় দেন। মামলার বাকি ১৩ আসামি বেকসুর খালাস পেয়েছেন। মৃত্যুদন্ড পাওয়া আসামিরা হলো- আলফু মিয়ার ছেলে সিজিল মিয়া, বশির আহমেদ ভিংরাজ, চেরাগ আলীর ছেলে জিতু মিয়া, ফজল হোসেনের ছেলে শাহ আলম ও ছুরুক মিয়ার ছেলে ফজল মিয়া। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলো ইউনুছ মিয়া ও আবদুল্লাহ মিয়া। ২০১৪ সালের ১ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দীঘলবাক গ্রামে কৃষক তোতা মিয়াকে প্রকাশ্যে হত্যা করা হয়।

এ ঘটনায় পর দিন তার ছেলে আবদুল কাইয়ুম বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। ৩৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেন পুলিশ। ২৯ জন এ মামলায় স্বাক্ষ্য দেন। এর পরিপ্রেক্ষিতে আদালত গতকাল বিকালে রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী মো. নুরুজ্জামান সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সর্বশেষ খবর