বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

চাঁপাইয়ে অবাধে চলছে কোচিং সেন্টার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সরকারি নির্দেশনা উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রায় সব কোচিং সেন্টার তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এ ব্যাপারে প্রশাসনের কার্যকর ভূমিকা চোখে পড়েনি। জানা যায়, চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সারা দেশের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এ ঘোষণার প্রতিফলন দেখা যাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে। জেলা শহরসহ প্রতিটি উপজেলায় দিন-রাত কোচিং সেন্টার খোলা রেখে কার্যক্রম         চালানো হচ্ছে। একাধিক কোচিং সেন্টার মালিক বলেন, প্রশাসনে কর্মরত অনেকের ছেলে-মেয়ে কোচিং করছে। এ কারণে সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর