বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে : জাহিদ মালেক

নরসিংদী প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যেতে চাইলে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত ২ ভাগ অর্থ খরচ করতে হবে। বিএনপি সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতের বাজেট ছিল ৫-৬ হাজার কোটি টাকা। বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে যা ৪০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এটিও আমাদের স্বাস্থ্য খাতের জন্য যথেষ্ট নয়। আমি আহ্বান জানাব আগামী বাজেটে যাতে স্বাস্থ্য খাতে আরও অর্থ বরাদ্দ বাড়ানো হয়। গতকাল নরসিংদীর মাধবদী উপজেলার হেরিটেজ রিসোর্টে ঢাকা বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলমের সভায় সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর