শিরোনাম
বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা

জলাশয় ভরাট করে মার্কেট

জয়পুরহাট প্রতিনিধি

জলাশয় ভরাট করে মার্কেট

জলাশয় ভরাটের প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাট রেল স্টেশনের পার্শ্ববর্তী দুটি জলাশয় অবৈধভাবে ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রেল স্টেশন জামে মসজিদের সামনে গতকাল ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন- রেলওয়ে স্টেশন জামে মসজিদের সভাপতি আবদুল হামিদ, জেলা জাপা সভাপতি হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গোলাম মোরশেদ, অধ্যক্ষ (অব.) হাবিবুল্লাহ, অ্যাডভোকেট মানিক হোসেন, ব্যবসায়িক নেতা কে এম তারিকুল ইসলাম, রেল স্টেশন জামে মসজিদ কমিটির সভাপতি আবদুল হামিদ, সদস্য অ্যাডভোকেট মানিক হোসেন, ইশতিয়াক জাম্মান বিদ্যুৎ, শামীম আহমেদ, আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, রেল স্টেশন জামে মসজিদের সঙ্গে একীভূত দুটি পুকুর (জলাশয়) রয়েছে। এ দুটি পুকুর শত বছরের পুরনো। রেল স্টেশন জামে মসজিদের নামে পুকুর দুটি সাব লিজ নিয়ে মাছ চাষ করা হচ্ছে। এ দুটি পুকুরের আয় দিয়ে মসজিদের ব্যয় নির্বাহ করা হয়। হঠাৎ রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি পাকশী কার্যালয় দুটি পুকুরকে পতিত দেখিয়ে বাণিজ্যিক ইজারা দিয়েছে। ইজারাদাররা পুকুর দুটি ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছেন। আমরা দুটি পুকুরের ইজারা বাতিল করে মসজিদকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর