শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

কোচিং সেন্টারকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

কোচিং সেন্টারকে জরিমানা

এসএসসি ও সমমানের চলমান পরীক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চালু রাখায় আবারও দিনাজপুরে এক প্রাইভেট কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন  ভ্রাম্যমাণ আদালত।  এনিয়ে কয়েকদিনে পৃথক অভিযানে কয়েকটি কোচিং সেন্টারকে ৩ লক্ষাধিক টাকা জরিমানা করা হলেও নিষেধাজ্ঞা অমান্য করে চালু রাখছে কোচিং সেন্টারগুলো। এসএসসি ও সমমানের চলমান পরীক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী দিনাজপুরের কোচিংগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থানে উপজেলা প্রশাসন। গতকাল দিনাজপুর শহরের মুন্সিপাড়ার পবিত্র প্রাইভেট কোচিং সেন্টারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস। এ সময় তিনি জানান, গতকাল পবিত্র কোচিং সেন্টারের পরিচালক পবিত্র কুমার কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর