শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

১০ দিন ধরে একঘরে অসহায় পরিবার

মানিকগঞ্জ প্রতিনিধি

১০ দিন ধরে একঘরে অসহায় পরিবার

বেড়া দিয়ে বন্ধ করা হয়েছে যাতায়াতের রাস্তা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আগকলিয়া গ্রামে ১০ দিন ধরে একঘরে হয়ে মানবেতর জীবনযাপন করছে অসহায় হানিফ আলীর পরিবার। একটি রাস্তার বিষয়ে মীমাংসা না হওয়ায় মাতুব্বরা পরিবারটিকে একঘরে করার সিদ্ধান্ত নেন। বন্ধ করে দেওয়া হয় তাদের রান্নাঘর ও টয়লেটে যাওয়ার রাস্তা। তাদের বলা হয়, ‘কেউ হানিফ আলীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হবে।’

বাধ্য হয়ে হানিফ তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে ও স্ত্রীকে নিয়ে আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন। গত বৃহস্পতিবার এ ঘটনায় ১২ জনকে আসামি করে দৌলতপুর থানায় অভিযোগ করেন হানিফ আলীর স্ত্রী নাছিমা আক্তার। বাদী বলেন, আমার স্বামী ঢাকায় ছোটখাটো চাকরি করেন। পারিবারিক রাস্তার বিষয়ে মীমাংসার জন্য তিনি আসতে পারেননি। তারপরও আমাকে মাতুব্বররা একঘরে করে রাখেন। পাশের দোকানদারও ভয়ে সদাই দেন না। আমরা বাধ্য হয়ে পরের বাসায় আশ্রয় নিয়েছি।’

এ বিষয়ে ইউনুছ কাজী ও পাষান কাজী নামে দুই মাতুব্বর বলেন, আমাদের কথা অমান্য করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দৌলতপুর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।

সর্বশেষ খবর