মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ০০:০০ টা

ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের গ্রেফতার ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের রাফি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তৃতীয় লিঙ্গের আট মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে র‌্যাব-১১’র উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- ললিতা (৪০), বিউটি (৪০), পরীমণি (২২), প্রিয়া (২৪), নিশি (৩৫), আঁখি (২০), বিজলী (২২) ও রিয়ামণি (২৫)। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের দল নেতাসহ সবাই তৃতীয় লিঙ্গের। তারা তৃতীয় লিঙ্গের আড়ালে বিভিন্ন স্থানে ভ্রমণের বাহানা দিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই ঘটনায় মামলা হয়েছে। এই সক্রিয় চক্রটি পারস্পরিক যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরবর্তীতে তারা এসব মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ পাশর্^বর্তী জেলাসমূহে সরবরাহ করে থাকে। ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়।

 

সর্বশেষ খবর