বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

ছেলেকে কয়েদি পোশাকে দেখে জেল গেটে বাবার মৃত্যু

ভাঙ্গা প্রতিনিধি

গত ৩ মে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের বাসিন্দা লিটন মাতুব্বরকে যাবজ্জীবন কারাদ- দেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। রায়ের ২০ দিন পর গত সোমবার পরিবারের সদস্যদের নিয়ে ছেলেকে দেখতে যান বৃদ্ধ বাবা রাশেদ মাতুব্বর (৬৭)। ওইদিন দুপুর আড়াইটার দিকে বাবা-ছেলের ফরিদপুর জেল গেটে সাক্ষাৎ হয়। সন্তানকে কয়েদি পোশাকে দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেল গেটেই মারা যান রাশেদ মাতুব্বর। গতকাল সকালে কাউলীবেড়া কবরস্থানে রাশেদ মাতুব্বরকে দাফন করা হয়। কাউলীবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম দুদু মিয়া বলেন, গতকাল ছেলে লিটন মাতুব্বরকে আদালত পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন। ছেলে গ্রামের বাড়ি আসার পর বাবাকে দাফন করা হয়। জানা যায়, ভাঙ্গা উপজেলার এক কিশোরীকে ধর্ষণের দায়ে লিটনকে যাবজ্জীবন কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গত ৩ মে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।

সর্বশেষ খবর