সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবি

লালমনিরহাট প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়। গতকাল লালমনিরহাট জেলা সমিতি ঢাকার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি শফিউল হক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শওকত আহমেদ।

 লালমনিরহাট জেলা আর্থসামাজিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক আরিফ আলী প্রমুখ। পরে নেতৃবৃন্দ লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আবদুস সামাদের  নিকট রেলমন্ত্রী বরাবরে লেখা স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১১ সালে প্রধানমন্ত্রী বহুল আলোচিত তিনবিঘা কড়িডোর উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে পাটগ্রামের এক  জনসভায় তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর ঘোষণা দেন। কিন্তু এক যুগ অতিক্রম হওয়ার পরও তিনবিঘা এক্সপ্রেস ট্রেনটি চালু না হওয়ায় লালমনিরহাটের মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাছাড়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলাবাসীর ঢাকায় যাতায়াতের একমাত্র লালমনি এক্সপ্রেস ট্রেনটির প্রারম্ভিক স্থান জেলা শহরে হওয়ায়, জেলার অবশিষ্ট চারটি উপজেলার (আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) মানুষ ঢাকায় যাতায়াতের সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত। এ কারণে বুড়িমারী থেকে ট্রেনটি চালুর দাবি জানানো হয়।

সর্বশেষ খবর